ধর্ম কি করে পারফেক্ট হবে?
ধর্ম কি করে পারফেক্ট হবে? মানুষ ক্রমবর্ধমান ভাবে অতীত এবং বর্তমানের মধ্যে সংযোগ সাধনে ব্যার্থ। ইতিহাসকে বাস্তবের সাথে মিলিয়ে নিতে আধুনিক মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম বেশ দক্ষতা দেখিয়েছে। ব্যাক্তির কাছে এসবের কোনই উত্তর হয় না। ধর্মের কাছে উত্তর খুঁজেও পাওয়া যায় না। হয়তো ধর্ম কিছুই দিতে সক্ষম না। অথবা মানুষের আগ্রহ, অভিলাষ ও উচ্চাকাংখার কাছে একপ্রকার পরাভূত হয়ে ধর্ম কি করে আবার পারফেক্ট হবে? এমন প্রশ্ন মনে জাগতেই পারে। কিন্তু তবুও ধর্ম থাকতেই হয়। বিশ্বাস, আবেগ,ধীরতা, স্থিরতা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই ধর্মের অন্তর্গত। বিধায় এসব নিয়েও ব্যাপকভাবে আলোচনা চলে। যদি সহজ অর্থে এটি ক্লোন করা হয়েছে তবুও কিন্তু বোঝা যাচ্ছে সব লোকেই একইভাবে ভাবতে পারেনা ! যত চেস্টাই করা হোকনা কেন মানুষের চিন্তার ভিন্নতা একই মাত্রার ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকবে এমন ঘটনা সচরাচর ঘটে না।সুতরাং সার্বিকতার বিচারে এটা শুধুই বিশ্বাসের দৌড়। এবং একটি বিশেষ যুগ সন্ধিক্ষনে এমন ঘটনা ব্যাতিক্রম ভাবে যদি মাঝে মাঝে ঘটে বিশ্বাসের কোন প্রকার ব্যাত্য়য় কি হয়? এবং কিভাবে হয়। যুক্তি যেমন করে বা যেভাবে উপস্থাপন করা হবে ত...